"তৃস্না"

তৃস্না জেন জলের ফোঁটা
বাড়তে বাড়তে বৃষ্টি বাদল,
তৃস্না যেন ধুপের কাঠি 
গন্ধে আঁকে সুখের আদল।
খাঁ-খাঁ মনের সবটা খালি
মরা নদীর চোরা বালি,
তবু মোদের জীবন জুড়ে
তৃস্না বাজায় করতালি।
প্রতীক্ষা তো প্রহর বিহীন
আজিবন ও সর্বোজনীন,
সরোবর তো সবার বুকেই
পদ্মা কেবল পর্দানশীন।। 
                        

Comments

Popular posts from this blog

*ভবিষ্যতের পশ্চিমবঙ্গ*

##শৈশব##

#She Walks in Beauty#