’মরুবৃক্ষ'

নিয়তির খেলা দুর্নীবার
বুঝিনা, আমি
আমি কার, কে আমার??
সহস্র যোজন দূরে গেলে
জন্মীবার দিয়ে অধিকার
মরুস্থলে বৃক্ষ বাড়ে
বুকে নিয়ে শুধু হাহাকার।
কাল বৈশাখী,মরুঝড়
শ্রাবনের বারি ধারা,গ্রীস্ম প্রখর
রুক্ষ শাখা ছাড়ি ফুল,পাতা
দিয়ে গেল শুধু তিরস্কার
রুক্ষতাই বুঝি মোর
একমাত্র প্রাপ্য পুরস্কার।
ভালোবাসা,যত্ন,হায়
শুধু উদ্যানের তরু পায়
কন্টকাকীর্ণ জীবন লয়ে
বৃক্ষ ভাবে ছিল কি কিছু
প্রয়োজন জন্মীবার??
                    ~আকাশ~





Comments

Popular posts from this blog

"হে মোর দুর্ভাগা দেশ"

"মনের মানুষ"