#চিঠি#

চিঠির পাতা হারিয়ে গেছে
খোঁজ পাইনা খামের,
ডাকটিকিটের বইটা ছিল
টিকিট নানান দামের।
দুপুরবেলায় দরজা নাড়া
পিওনদাদার চিঠি,
কোথায় যেন ঝাপসা লাগে
হারিয়ে যাওয়া স্মৃতি।

দরজা খুলে দৌড়ে খুঁজি
চিঠির বাক্স খানা,
গুরুজনের চিঠি হলে
খামটা খোলাও মানা।
পোস্টকার্ডের খোলা চিঠি
দাদু ঠাম্মার লেখা,
"শ্রীচরণেষু","ইতি তোমার.."
তাদের কাছেই শেখা। 

"কেমন আছো?ভালো আছো?"
আদরমাখা খাম,
সজীব হাতের স্পর্শ তাতে
আমার লেখা নাম।
এখনো সব যত্নে আছে
বইয়ের ভাঁজে রাখা,
আর আসেনা পিওনদাদা,
চিঠির বাক্স ফাঁকা।

এখন সব ফোনেই খবর
"কেমন আছিস,বল্?
ok, see you, take care,
দেখা হবে, চল্।
কিম্বা খোঁজো WhatsApp এ তে
message আছে রাখা।
আর আসেনা পিওনদাদা,
চিঠির বাক্স ফাঁকা।।
                          ~আকাশ~

Comments

Popular posts from this blog

"হে মোর দুর্ভাগা দেশ"

’মরুবৃক্ষ'

"মনের মানুষ"