#কেমন আছিস#


কেমন আছিস?
নটা পাঁচটা অফিস শেষে
ওয়ার্ক ফ্রম হোম আর কফির কাপে
কেমন আছিস?

ছুটির দিনে
বাজার সেরে
ওয়াশীং মেশিন—গর্তজুড়ে
কাপড় ভরে
নতুন নতুন ডিনার মেনু
গুগল করে
কেমন আছিস!

আগের মাসের পূর্ণিমাতে
ভীষণ আলো
ছড়িয়েছিল। 
মনে পড়ে
এমনই কোন্ পূর্ণিমাতে
ছেলেবেলা হারিয়ে গেল
হঠাত করে!

কেমন আছিস
কাজের মাসির কামাই দিনে
বাসন মেজে?
সাড়ে আটটায়
অপিস দৌড়—নিপূণ সাজে। 
কেমন আছিস!

কথা ছিল
বড় হলে
সকল ফেলে
কাব্যচর্চা। 
বড় বেলায় ব্যস্ত সময়
ব্যালেন্স শীটে 
মাসিক খর্চা। 
কথা ছিল
আরো কত। 
সবই কেমন
মনের মত—
হওয়ারই তো কথা ছিল।

কেমন আছিস
ঘুম না আসা রাতগুলোতে
দুঃস্বপ্ন ছুঁইয়ে হাতে
মেসেঞ্জারের শব্দকোষে
ভালোবাসা—খুঁজে পেতে
কেমন আছিস!

Comments

Popular posts from this blog

"হে মোর দুর্ভাগা দেশ"

’মরুবৃক্ষ'

"মনের মানুষ"