#শাঁখচুন্নির সয়ংবর#

খালের ধারে অন্ধকারে ভীড় জমেছে ভয়ঙ্কর
আজকে নাকি মধ্যরাতে শাঁখচুন্নির স্বয়ম্বর।
শাঁখচুন্নি পন করেছে, করবে বিয়ে এমনি নয়
বরের মালা তাকেই দেবে, গন্ধে যে মন করবে জয়।
নানানরকম ভুতেরা সব আসছে দেখি দূর থেকে
মাঞ্জা দিয়ে আসছে সবাই কাপড়জামায় সেন্ট মেখে।
শুনবে নাকি সেন্ট কি ছিল,কার জামাতে কোন ফ্লেভার?
ইলিশ মাছের গন্ধঅলা সেন্টটি ছিল চমৎকার।
কারোর ডিও শুঁকলে পাবেন গাছের পচা বেল যেন
কারোর ডিও আঁশটে বেজায় শিঙিমাছের তেল যেন।
কারোর ডিও তৈরি নাকি খালের পচা পাঁক থেকে
বড্ড দামী, মাখলো প্রথম,নামিয়ে আজই তাক থেকে।
কারোর গায়ে শুঁটকি ফ্লেভার, আসছে নাসারন্ধ্রতে
কেউবা আসর মাত করেছে বোঁটকা পাঁঠার গন্ধতে।
শাঁকচুন্নি ছিলেন বসে শ্যাওড়া গাছের মগডালে
নাক বাড়িয়ে দেখছে শুঁকে গন্ধ সবার ফাঁকতালে।
চোলাই খেয়ে বলাইচাচা ফিরছে বাড়ি ঠিক তখন
গন্ধ চোলাইর মাত করেছে, শাঁকচুন্নির গললো মন।
পরিয়ে দিলে বরমালাটি লাফিয়ে নেমে গাছ থেকে
বললে, সোনা, রাগ করোনা, তুমিই স্বামী আজ থেকে।
   2018                                         ~আকাশ~
     ‌

Comments

Popular posts from this blog

"হে মোর দুর্ভাগা দেশ"

’মরুবৃক্ষ'

"মনের মানুষ"